Call
বল এমন এক বাহ্যিক প্রভাব যা বস্তুর গতির পরিবর্তন করে। অর্থাৎ গতিশীল বস্তুকে আরো গতিশীল করে বা স্থির বস্তুকে চলতে শুরু করায়। অন্যদিকে ত্বরণ হলো কোনো বস্তুর গতি পরিবর্তনের হার। সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনই ত্বরণ। সুতরাং বস্তুর উপর বল প্রয়োগে বস্তুর গতিবেগ হ্রাস-বৃদ্ধি হয় সে সাথে ত্বরণেরও হ্রাস-বৃদ্ধি হয়।
Talk Doctor Online in Bissoy App