শেয়ার করুন বন্ধুর সাথে
master

Call

নিজে থেকে হওয়া গর্ভপাতকে “স্বতঃস্ফূর্ত গর্ভপাত”ও বলা হয়ে থাকে৷ কোনো কোনো সময় একজন মহিলা “আবিষ্ট গর্ভপাতে”র দ্বারা গর্ভস্থ ভ্রুণ নষ্ট করেন৷ এই পদ্ধতিটি সাধারণত গর্ভাধান শুরুর তিন মাসের মধ্যে প্রয়োগ করা হয়৷ মহিলাটিকে ব্যথা কমাবার ইঞ্জেকশন দেওয়া হয়, তারপর চিকিত্সক যোনিপথে যন্ত্র ঢুকিয়ে, তার সাহায্যে গর্ভ পরিষ্কার করে দেন৷ এই অপারেশন করতে সাধারণত ১৫ মিনিট লাগে৷ যদি পরিষ্কার পরিবেশে যথাযথ যন্ত্রপাতির সাহায্যে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির দ্বারা করানো হয়, তবে গর্ভপাত বিপজ্জনক নয়৷ যদি অসুরক্ষিত পদ্ধতিতে এই গর্ভপাত করানো হয়, তবে মহিলাটির জননাঙ্গগুলিতে সাংঘাতিক সংক্রমণের সম্ভাবনা থাকে৷ যদি কোনো কারণে কোনো মহিলার আবিষ্ট গর্ভপাত করা হয় এবং তাঁর এই লক্ষণগুলির যে কোনো একটি থাকে - জ্বর বা কাঁপুনি, পেটে ব্যথা, খিঁচুনি বা পিঠে ব্যথা, যোনি যেকে অবিরাম রক্তক্ষরণ বা যোনি থেকে খুব বেশি পরিমাণ দুর্গন্ধযুক্ত স্রাব নিঃসরণ অথবা স্বাভাবিক ঋতুস্রাব হতে দেরী হওয়া(৬সপ্তাহ বা তার বেশি), তবে অবিলম্বে তাঁকে চিকিত্সার জন্য হাসপাতালে যেতে হবে, দেরী করা মানে মৃত্যু৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ