আমার বয়স ১৯ চলছে। যৌবনের তাড়নায় নিজের কুপ্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে রাখতে খুব কষ্ট হয়। মাঝে মাঝে দৃষ্টির হেফাজত করতে পারি না, মনে খারাপ কামনা হয়। তাই আমি মনে করি এর থেকে সমাধান পেতে হলে আমাকে যত দ্রুত সম্ভব বিবাহ করা উচিৎ।  কিন্তু আমি পরিবারের ৫ম সন্তান এবং আবার বড় ভাই বোন কারো বিবাহ হয় নি। তাই পরিবারের সম্মতি নিয়ে বিবাহ করতে হলে আমাকে লেখাপড়া শেষ করে প্রতিষ্ঠিত হতে হবে যার জন্য কমপক্ষে ১০ বছর লাগবে। এখন আমি কি করতে পারি? আমি চাই আমার বয়স ২১-২২ বছর হলেই বিবাহ করতে। আমি ককি পিতা মাতাকে না জানিয়ে বিবাহ করতে পারবো? 


শেয়ার করুন বন্ধুর সাথে

হ্যাঁ, আপনি মা বাবাকে না জানিয়েও বিয়ে করতে পারবেন। প্রাপ্তবয়স্ক ছেলেদের বিয়ের জন্য মা বাবার অনুমতি লাগে না। আইনিভাবেও না, শরয়িভাবেও না।  

তবে মা বাবাকে জানিয়ে বিয়ে করা ভালো।

নিজে জানাতে না পারলেও অন্তত অন্য কাউকে দিয়ে জানানো উচিত। মা বাবাকে কষ্ট দেওয়া ঠিক নয়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ