আমার বয়স ২৩, গত ৮/১০ দিন আগে আমার মলদ্বার এর পাশে হাল্কা ব্যাথা হয় আস্তে আস্তে বারতেই থাকে গত ৩ দিন এটা অসহনীয় অবস্থায় চলে এসেছে!  খুব ব্যাথা+ যন্ত্রনা করে, মলদ্বারের পাশে ফুলে গেসে অনেক আর ফোলা যায়গার মাঝে একটু উচু। তবে চামড়ার রঙ দুই পাশেই এক। আজ এক ডাক্টার দেখলো আর সে বলল ফিস্টুলা হয়েছে, ওষধ দিয়েছে ২ দিনের না কমলে নাকি অপেরেশন করাতে হবে। গত ২ দিনে ২ টা ইঞ্জেকশন দিয়ে ব্যাথা কমানো। অভিজ্ঞরা একটু যদি বিস্তারিত বলতেন?  


শেয়ার করুন বন্ধুর সাথে

আপনি এটা নিয়ে বসে থাকবেন না। আপনি অপারেশন করাতে চাইলে দ্রুত এ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করান। আর, যদি শুধু ঔষধে সারতে চান তাহলে অবশ্যই হোমিও ট্রিটমেন্ট টা ভালো হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ