আমার সবসময় পেট থেকে নোনতা ধরনের গ্যাস উপর দিকে আসতে থাকে।এটা অল টাইম হয়।এর জন্য আমি কি খেতে পারি? যাতে উপরের দিকে না আসতে পারে?এটাই কি রিফ্লাক্স?
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

আপনার রিফ্লাক্স হয়েছে কি না বলতে পারব না। তবে লক্ষণ দেখে বুঝে নিবেন-

লক্ষণ- 
এর সম্পর্কে হয়তো অনেকেই জানেন। তবুও চোখ বুলিয়ে নেয়া যাক। ১. বুকে জ্বালাপোড়া হয়। এই অনুভূতি অনেক সময়ই বুক থেকে গলা পর্যন্ত উঠে যেতে পারে। এর ফলে মুখে টক স্বাদ পাওয়া যায়। ২. কোনো কিছু গিলতে সমস্যা হয়। এমনকি ঢোক গেলার কাজও কষ্টকর হয়ে ওঠে। এ অবস্থাকে বলে ডিসফাজিয়া। ৩. বুকে ব্যথা হয়। ৪. গলায় ব্যথা হতে পারে। মনে হয় গলায় কোনো মাংসপিণ্ড আটকে রয়েছে। ৫. শুকনো কাশি হয়। ৬. টক বমিও হতে পারে।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ