Call

Aspartame হচ্ছে Canderel এর মেইন উপাদান। এই Aspartame কে অনুমোদন দেয়া নিয়ে political and medical controversies আছে। শুরুতে FDA ( U.S. Food and Drug Administration) এর অনুমোদন দেয়নি, কারন Aspartame ল্যাব পরীক্ষায় প্রাণীদের brain tumors ও seizure সৃষ্টি করে। President Reagan এরপর FDA এর কমিশনার কে fire করেন অনুমোদন না দেবার জন্য এবং নতুন আরেকজনকে নিয়োগ দেন। তিনি এসে এই Aspartame কে ১৯৮১ সালে অনুমোদন দেন। কিন্তু এরপরও এর ব্যবহারের বিরুদ্ধে 'Board of Inquiry' গঠিত হয় যা নতুন নিয়োগপ্রাপ্ত কমিশনারকে Aspartame এর অনুমোদন দিতে নিষেধ করে। কিন্তু তাও নতুন কমিশনার এ আপত্তি কানে তোলেননি। Aspartame যেসব ট্রেড নামে বিক্রি হয় তা হল Equal, NutraSweet, and Canderel। ঐভাবে কেউ বলবে না যে side effect আছে। কারন বিজনেস করবে কিভাবে তাহলে? ডাক্তারদের সাথে প্রত্যেক ওষুধ কোম্পানির লেনদেন থাকে। ডাক্তার প্রেস্ক্রাইব করে,রোগী বিশ্বাস করে কেনে। তবে দায়িত্বশীল ডাক্তার এসব খেতে না করেন। কারন artificial sweetener ক্যানসারের একটি কারণ কি না, এ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে অনেক বছর ধরে একটা বিতর্ক চলছে। তবে এসব artificial sweetener যে Long-term Damage করে তা কোন ডাক্তারই অস্বীকার করবে না।

Talk Doctor Online in Bissoy App