pdfএর কাজ কি


Share with your friends
Jamiar

Call

pdf হল একটি ফাইল ফরম্যাট যার পূর্ণ অর্থ হল Portable Document Format. এর নাম থেকেই বোঝা যায় যে এটি একটি ফাইল ফরম্যাট। এই ফরম্যাটটিকে বলা হয় ফরম্যাট জগতের গোল্ডেন ফরম্যাট। প্রতিটি pdf ফাইল একটা নির্দিষ্ট বিন্যাস সমতল ডকুমেন্টের সম্পূর্ণ বিবরন, টেক্সট সহ encapsulates, ফন্ট, গ্রাফিক্স এবং অন্যান্য তথ্য প্রদর্শন করে। ফাইল কনটেন্ট অক্ষুণ্ণ রেখে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ট্রনাস্ফার করার ক্ষেত্রে এই ফরম্যাটের কোন জুড়ি নেই। এক কথায় যেসব ডকুমেন্ট কোন প্রকার ঝামেলা ছাড়া এবং ফাইলের পরিবর্তন ব্যতিরেকে এক পিসি থেকে অন্য পিসিতে স্থানান্তরিত করা যায় সেগুলোই pdf ফাইল। pdf  ফাইল ফরম্যাটের এক্সটেনশন হল (.pdf)। সাধারনত পিসিতে ওয়ার্ড ফাইলের ভার্সন এবং ফন্টে সমস্যার কারনে সেগুলো পরিবর্তন ছাড়া স্থানান্তরিত করা কষ্টসাধ্য। আর তাই এ ধরনের ফাইল গুলোকে pdf ফাইলে কনভার্ট করে স্থানান্তর করার ব্যপারে আপনি সব সময় একটু বাড়তি সুবিধা পাবেন। যার ফলে উক্ত ফাইলটি পড়তে কিংবা প্রিন্ট করতে অনেক সুবিধা হবে। এছাড়াও কোন পিকচার আপনি pdf ফাইলে পরিনত করতে পারবেন যা আপনার পিকচারের অর্জিনাল সাইজ ধরে রাখবে।আসা করি বুঝতে পারছেন। 

Talk Doctor Online in Bissoy App