নিম পাতা ও কাচা হলুদ বাটা মুখে লাগিয়ে ১ ঘন্টা পর ভালো ভাবে ধৌত করুন। এবার নিম ফেসওয়াস দিয়ে মুখ ধৌত করুন। তার পর বেনজোলাইফ ক্রিম মাখুন। সমস্য সমাধান হয়ে যাবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ব্রণের ফলে চামড়া বা ত্বক লাল হয়ে গেলে আপনি প্রাকৃতিকভাবে লেবুর রস ব্যবহার করতে পারেন। এজন্য আপনি লেবু কেঁটে খোসা সহ মুখে মাখান। এতে ত্বকও পরিস্কার হবে এবং চামড়ার লাল দাগও ভালো হয়ে যাবে। লেবুর সাথে একটু মঁধু মিশিয়ে নিলে একটু বেশি উপকার পাওয়া যায়। তাছাড়া পাশাপাশি আপনি উক্ত স্থানটিতে শশাও ব্যবহার করতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
anup334466

Call

ভাই acne aid bar এটা  650 টাকা খুব ভালো দাগ চলে যাবে 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ