আপনি 'লেকচার পাবলিকেশন্স'-এর টেস্ট পেপারস পড়তে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

যেহেতু এসএসসি পরিক্ষার সব বিষয় সৃজনশীল মাধ্যমে হয়ে থাকে। তাই চিহ্নিত করে কখনো বলা যাবেনা যে অমুক টেস্টপেপার পড়লে এ-প্লাস পাবেন। তবে হ্যা, এসএসসি তে এ+ পাওয়ার জন্য বোর্ড বই ভালো করে দুইবার রিভাইজ দিন। তারপর সময় থাকলে পান্জেরী টেস্টপেপার (ভালো তাই বললাম)পড়লে ভালো ফল পাবেন।কারন পান্জেরী টেস্টপেপার পড়লে প্রশ্নে র মান ও ধরন বুঝতে পারবেন।টেস্টপেপার এর সৃজনশীল প্রশ্ন বেশী বেশী করে চর্চা করুন। তাহলে আশা করা যায় এসএসসি তে এ+ পাওয়া কোনো ব্যাপার না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

এমন কোন টেস্ট পেপার নেই যেটা আপনাকে A+ অথবা ভাল ফলাফলের নিশ্চয়তা দিতে পারে। তবে সব টেস্ট পেপারের মালিকই বলবে আমার টা পড়লে A+ নিশ্চিত।  টেস্ট পেপার কি? বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র আর বিগত কয়েক বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন ও উত্তর দেয়া থাকে। আপনি শুধু মাত্র এসব Practice করে নিজের দক্ষতা বাড়াতে পারেন। তাই না? তাহলে টেস্ট পেপার আপনাকে কি করে A+ এনে দিবে? আপনার এ+ আপনাকেই অর্জন করে নিতে হবে।  আর যদি নাম বলতে বলেন তাহলে বলব আমাদের সময় পাঞ্জেরী ভাল চলত। কিন্তু এটা বলা যাবেনা যে এটাই বেস্ট।  আশা করি আপনার উত্তর পেয়েছেন। ধন্যবাদ। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আপনি ক্যাপ্টেন টেস্ট পেপার পড়তে পারেন।খুবই ভালো টেস্ট পেপার!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ইংরেজির জন্য নবদূত এবং বাকিগুলোর জন্য লেকচার বা পান্জেরী পড়তে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আমি এইচ.এস.সি দিতেছি, টেস্ট পেপার মিক্সড কিনেছিলাম "লেকচার+নবদূত+ পাঞ্জেরি" - টেস্টপেপার -এ যেসব মেথ বা সৃজনশীল তার সবই বিপরীত আসতেছে পরীক্ষায়! হ্যাঁ টেস্ট পেপার আলাদা আলাদা ক্রয় করাই ভাল, বিশেষ করে ইংরেজি "নবদূত"! বাকি গুলা "লেকচার অথবা পাঞ্জেরি"! প্রেকটিস করার জন্য অনেক কিছু আছে, কিন্তুু টেস্ট পেপারে নির্ভর হয়ে থাকবেন নাহ্, ভিন্ন তথা পাঠ্যবইয়ের সবকিছু ভাল করে শেষ করুন! ধন্যবাদ!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ