হুবহু এই পরিস্থিতিতে সন্তান কী করবে, তা কুরআন হাদিসে সরাসরি বলা হয়নি। তবে এ সম্পর্কে ইঙ্গিতপূর্ণ কুরআনের আয়াত রয়েছে। আল্লাহ বলেন, সূরা আন-নূর : 59 - "তোমাদের সন্তান-সন্ততিরা যখন বায়োপ্রাপ্ত হয়, তারাও যেন তাদের পূর্ববর্তীদের ন্যায় অনুমতি চায়। এমনিভাবে আল্লাহ তাঁর আয়াতসমূহ তোমাদের কাছে বর্ণনা করেন। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।" এই আয়াতে স্পষ্ট যে, যে সময়গুলোতে ঘুমানো, বস্ত্র খোলা কিংবা মিলনের সম্ভাবনা রয়েছে, সে সময়ে মা বাবার ঘরে ঢুকতেও অনুমতি লাগবে। এতে ইঙ্গিত পাওয়া যায় যে, ওই সময়গুলোতে মা বাবার ঘরে যাওয়া যাবে না। এজন্য সন্তানের উচিত এমন সময় ঘরের বাইরে চলে যাওয়া। আর মা বাবা তো দরজা বন্ধ করেই এসব করবে, তাই সন্তান শুধু আড়ি না পাতলেই হল। সর্বোপরি ইসলামে সব বিষয়েই লজ্জাশীল হওয়ার কথা বলা হয়েছে। তাই মা বাবার এসব বিষয়ে সন্তানের কর্ণপাত করা, দৃষ্টি দেওয়া কিংবা চিন্তাভাবনা করা ঠিক নয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ