আমার বয়স ২১. কিন্ত এখনো দাড়ি উঠে নি।  থুতনিতে হালকা লোম এর মতো আছে। যা আর বাড়ছে না কয়েকবছর যাবত। বুকেও লোম নেই। কিন্ত নিম্নাঙ্গ এবং পায়ে আছে।  শেভ করার পর ও উঠছে না। কি করতে হবে? কোনো হরমোন এর মেডিসিন খেতে হবে কি??


শেয়ার করুন বন্ধুর সাথে
Call

দাড়ি আল্লাহর দান , এটা হরমনের কারনে হয়ে থাকে , আমার মনে আপনার দাড়ি একটু বেশি সময় লাগবে ,ধন্যবাদ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Manik Raj

Call

সাধারণত বয়সন্ধিকালের বা
বয়সন্ধিকালোত্তীর্ণ পুরুষলোকের দাড়ি
গজায় | একজন পুরুষের প্রাপ্তবয়স্ক হওয়ার
বয়স সাধারণত ১৩ থেকে ১৪ বছর | অর্থাৎ
তখন তার শরীরে অনেক পরিবর্তন ঘটে,
যার একটি হচ্ছে দাড়ি-গোঁফ ওঠা |
এখানে পুরুষ হরমোন টেস্টস্টেরনের
ভূমিকা গুরুত্বপূর্ণ | এ সময়ে মুখমন্ডলের
লোমকূপে ডিহাইড্রোটেস্টোস্টেরন এর
উদ্দীপনার কারণে দাড়ি গজায় |
ডিহাইড্রোটেস্টোস্টেরন টেস্টোস্টেরন
হতে নিঃসৃত হয়, যার মাত্রা বিভিন্ন
ঋতুতে বিভিন্ন হয়: ফলে গ্রীষ্মকালে
দাড়ি দ্রুত বাড়ে | এই টেস্টোস্টেরন
হরমোন সমস্যার কারণে অনেকের প্রকৃত
বয়সের পরে দাড়ি গোফ গজায় | তবে বহু
ক্ষেত্রেই দেখা যায়, পারিবারিক বা
জন্মগত কারণেও দাড়ি-গোঁফ কারো
কারো কম বা দেরিতে ওঠে | তাই
চিকিৎসক কর্তৃক শারীরিক পূর্ণাঙ্গ
পরীক্ষার পর নিশ্চিত হতে হবে, আসলে
হরমোন সমস্যার কারণে এমনটি হচ্ছে কি
না | হরমোন সমস্যার কারণে হলে তার
চিকিত্সা সম্ভব |

তথ্যসূত্রঃ বিস্ময় ডট কম।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ