মেয়েদের স্তন বিয়ের পরে যদি ঝুলে যায়, তাহলে আগের মত খাড়া কিভাবে করা যায়?

এইটার কি কোন চিকিৎসা আছে?

চিকিৎসা নিলে কি কোন পার্শ্বপ্রতিক্রিয়া বা ক্ষতি হতে পারে? 


শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

ধন্যবাদ প্রশ্ন করার জন্য | আসলে মেয়েদের বিয়ের পর তাদের স্তন ঝুলে যায় বা বড় হয়  এর কারন মূলত শারীরিক মিলন করা, স্তনে আদর করা বা চুম্বন করা যার ফলে স্তন বড় হয় বা ঝুলে যায়  এছাড়াও হরমোনের তারত্মমের কারনেও স্তন ঝুলে যেতে পারে  | আর এই স্তন আগের মত বা কুমারী মেয়েদের মত টাইট করা যাবে না তবে অতিরিক্ত ঝুলো কমিয়ে আনা যেতে পারে এর জন্য বডি ফিট রেখে কাপ  ব্রা পরিধান করুন।নারকেল তেল ও ভ্যাসলিন দিয়ে পেস্ট তৈরি করে স্তনে গোরায়  চথুর দিকে ঘুড়িয়ে মেসেজ করেই কাপ ব্রা পড়বেন এভাবে কয়েকদিন করলে স্তনের টান টান ভাব হবে ফলে ঝুলে যাওয়া থেকে কমে যাবে।তাছাড়া সর্বদাই কাপ ব্রা পরিধান করতে হবে " | 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ