Call
কোনো বস্তুর গতিশক্তি শূন্য হতে পারে, তবে কখনোই ঋণাত্মক হতে পারে না। কারণ, কোনো বস্তুর ভর m এবং বেগ হলে তার গতিশক্তির, সমীকরণ E = ½ mv^2। সমীকরণে বস্তুর ভর m সর্বদাই ধনাত্মক। তবে বেগ ধনাত্মক বা ঋণাত্মক দুটোই হতে পারে। কিন্তু v^2 এর মান সর্বদাই ধনাত্মক। তাই mv^2 বা ½mv^2 কখনোই ঋণাত্মক হতে পারে না। তবে বেগ শূন্য হলে গতিশক্তির মান শূন্য হবে।
Talk Doctor Online in Bissoy App