image


শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

চিত্রে দেখানো রোগটি এসিড রিফ্লাক্স ডিজিজ নামে পরিচিত।  খাদ্যের বিপরীতমুখী গমনকে বাধা দিয়ে Esophageal বা অন্ননালীর ক্ষুদ্র নালীকা গুলির দুর্বলতার ফলে পাকস্থলী হতে এসিডযুক্ত খাদ্য বিপরীতমুখে প্রবাহিত হয় এবং এর ফলে বুক জ্বালাপোড়ার মত লক্ষণ দেখা দেয়। সমস্যাটি হলে চিকিৎসক এর পরামর্শ নিয়ে মেডিসিন সেবন করা উচিৎ এবং যতটা সম্ভব ভাজাপোড়া কম খাওয়া উচিৎ।  প্রচুর জল পান করা উচিৎ।  সকালে ঘুম থেকে উঠে খালিপেটে আদা কুচি নিয়মিত খেলেও সমস্যা অনেকটা কমে যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ